Posts

Showing posts from November, 2022

বিহারী

Image
  সব হিসেব নিকেষ চুকিয়ে আজ সম্পর্কটার ইতি টানতে চাইছো? আচ্ছা বেশ, তবে তাই হোক! কিন্তু মনে রেখো- সম্পর্কের শুরুটা তুমিই করেছিলে; আজ শেষটাও তুমিই করছো। ভালো রাখার দায়িত্ব নিয়েছিলে, কিন্তু আজ মাঝ পথেই দায়িত্ব থেকে সরে যাচ্ছো। এখন বুঝেছি শুরুতে কেবল ভালো লাগা'টাই থাকে, ভালোবাসা নয়। কেউ একজন বলেছিলো 'ভালো লাগা' ক্ষণিকের জন্য আর 'ভালোবাসা' চিরস্থায়ী। আমরা 'ভালোবাসা' আর 'ভালো লাগাকে' এক করি বলেই জীবনে প্রেম কলঙ্কের দাগ লাগাই। তোমার ক্ষণিকের ভালো লাগাকে ভালোবাসা ভেবে, নিজেকে দুঃখের দুয়ারে ঠেলেছি। হয়তো এখন তুমি সুখেই থাকবে, কিন্তু কেউ একজন এপাড়ে তোমার জন্য চোখের জলে রাতে বালিশ ভেজাবে। চোখের নিচে কালি পড়লেও হাসি মুখে বলতে হবে ভালো আছি, বিচ্ছেদের যন্ত্রণায় ভিতরটা জ্বলে পুড়ে ছাই হলেও, প্রতিদিনের মতো বলতে হবে ভালো আছি! হুম, ভালো আছি। গোছালো মানুষটা হঠাৎ করে অগোছালো হয়ে যাবে, Prrbook Upworkmarket postmaster topguru monstarpublic usamarking powerbank cutly Redifiv bookstar link Youtubbook tumblrro Postmind Probook SocialMarking Prrm...